আলমডাঙ্গার ভেদামারী গ্রামে বাল্যবিয়ের আয়োজন : ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের বাধায় পণ্ড

ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার ভেদামারী গ্রামে স্কুলছাত্রীর বিয়ের আয়োজন প- করে দিয়েছে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন সটকে পড়ে। পুলিশকে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে বিয়ের আয়োজন ভেস্তে যায়।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১০টার দিকে আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের ভেদামারী গ্রামের রমজান আলীর মেয়ে স্থানীয় স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী এ্যানি খাতুন (১৩) ও পাশ্ববর্তী চিলাভালকি গ্রামের সোনামিয়ার ছেলে মুকুলের (১৮) সাথে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করে। কিশোরী কনের বাড়িতে চলতে থাকে মাইক বাজিয়ে গানের আয়োজন ও গায়ে হলুদ ও খির খাওয়ার অনুষ্ঠান। রাত সাড়ে ১০টার দিকে সংবাদ পেয়ে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের এএসআই শফিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সে সময় বর এসেও হাজির। পুলিশ দেখে বরের লোকজন পালিয়ে যায়। স্থানীয় মেম্বার পুলিশকে ম্যানেজ করতে মরিয়া। পুলিশ কোনো অজুহাত না শুনে বন্ধ করে দেয় বাল্যবিয়ের অনুষ্ঠান। এছাড়া তিনি বর কনে পক্ষকে সর্তক করেন এবং বিয়ে দিলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান। এ ব্যপারে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী জানায়, পুলিশ এমন তৎপর হলে দেশ থেকে বাল্যবিয়ে চিরতরে বন্ধ হয়ে যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের ধাওয়া খেয়ে অজ্ঞাত স্থানে নিয়ে বিয়ে দেয়ার চেষ্টা অব্যহত রেখেছে বর ও কনে পক্ষ।