অবশেষে ক্ষমাচেয়ে পার পেলেন ঝিনাইদহের বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের সেই শিক্ষক

বাজার গোপালপুর প্রতিনিধি: অবশেষে ক্ষমাচেয়ে পার পেলেন ঝিনাইদহের বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শরিফুল ইসলাম নামের সেই ক্রীড়া শিক্ষক। আর কখনো তার দ্বারা এই ধরনের ঘটনা ঘটালে তিনি স্বেচ্ছায় অব্যহতি দিবেন এমন শর্তে গত শনিবার স্কুলের পরিচালনা কমিটির সভাপতির উপস্থিতিতে এক আলোচনায় সার্বিক দিক বিবেচনা করে এই সিন্ধান্ত নেয়া হয়।
অভিযোগ জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে। এ মর্মে অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। তিনি জবাবও দেন। অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বিশারত আলীর স্ত্রীর প্রথম পক্ষেক ছেলে। এ বিষয়ে ‘দৈনিক মাথাভাঙ্গা’ পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশের পর শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত শনিবার স্কুলের পরিচালনা কমিটির সভাপতির উপস্থিতিতে এক আলোচনায় সার্বিক দিক বিবেচনা করে এই সিন্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।