গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা

গাংনী প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর গাংনীতে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্ব¡র থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী ফিল্ড অফিসার সুদাম নন্দী ও ইউসুফ আলী।
অনুষ্ঠানে উপস্থিত খামারীরা স্বল্প সুদে গরু পালনে ব্যাংক ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহার আশ্বাস দেন অতিথিবৃন্দ। জাতীয় এ কর্মসূচি উপলক্ষে কৃত্রিম প্রজনন, ফ্রি টিকা প্রদান ও চিকিৎসা, কৃমিনাশক বিতরণ ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ডিম-দুধ খাওয়ানো হবে।