গাংনীতে পোল্ট্রি খামারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

 

গাংনী প্রতিনিধি: পোল্ট্রি খামারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় এক হাজার মুরগির বাচ্চা। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত এগারটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার শালদহ গ্রামে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। জানা গেছে, শালদহ গ্রামের মিয়াপাড়ার মৃত খবির উদ্দীনের ছেলে কামরুল ইসলামের পোল্ট্রি খামারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খরব দেয়া হয় মেহেরপুর ফায়ার সার্ভিসে। স্থানীয়রা বিভিন্নভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খামারের বিভিন্ন জিনিসপত্র মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায়। এতে এক হাজার পোল্ট্রি মুরগির বাচ্চা, খাবার ও খাবার পাত্র পুড়ে যায়।

এদিকে জেলা শহর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছুলেও খামার রক্ষা হয়নি। তার আগেই পুড়ে গেছে মুরগির বাচ্চা ও ঘর। তবে খামারের ভেতের জ্বলতে থাকা আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চোখের সামনে খামার পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন খামারীর পরিবারের সদস্যরা। মেহেরপুর ফায়ার সার্ভিসের লিডার লুৎফর রহমান বলেন, খামার মালিক বলেছেন বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।