দর্শনা প্রেসক্লাব থেকে এমএ জলিলের সদস্যপদ বাতিল

 

দর্শনা প্রেসক্লাবের গঠনতন্ত্র ও সাধারণ সভায় গৃহিতী সিদ্ধান্ত পরিপন্থি কার্যকলাপের অভিযোগে প্রেসক্লাব থেকে এমএ জলিলকে বহিষ্কার করা হয়েছে। ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দর্শনা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৯ ধারার জ অনুচ্ছেদ উল্লে¬খ আছে, দর্শনা প্রেসক্লাবের কোনো সাধারণ সদস্য দামুড়হুদা উপজেলার অন্য কোনো প্রেসক্লাব বা এ জাতীয় কোনো সংগঠনের সদস্য থাকতে পারবে না। থাকলে প্রমাণ সাপেক্ষে নির্বাহী পরিষদ তার সদস্যপদ বাতিল করতে পারবে। এছাড়া গত বছরের মে মাসে অনুষ্ঠিত সাধারণসভায় সর্বসম্মতিক্রমে একই সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ৫টি দৈনিক পত্রিকার সংবাদে এমএ জলিলকে কার্পাসডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি পদে পরিচয় দেয়া হয়েছে। যা সম্পূর্ণ গঠনতন্ত্র ও  প্রেসক্লাবের সিদ্ধান্ত পরিপন্থি। সে মোতাবেক গত শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এমএ জলিলকে ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে। ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহসভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুহিন, দফতর সম্পাদক জিল্লুর রহমান মধু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, কার্যনির্বাহী সদস্য সাবেক সভাপতি হানিফ ম-ল, সাবেক সহসভাপতি ইয়াছির আরাফাত মিলন, তারেক জামান প্রমুখ। পরে বার্ষিক বনভোজনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। (প্রেসবিজ্ঞপ্তি)।

Leave a comment