প্রস্তুত হচ্ছে বিএনপি : বাড়ানো হয়েছে পুনর্গঠনের গতি

 

স্টাফ রিপোর্টারধ: রাজনৈতিক যেকোনো সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলা করতে সাংগঠনিকভাবে প্রস্তুত হচ্ছে বিএনপি। এ লক্ষ্যে বাড়ানো হয়েছে তৃণমূল পুনর্গঠনের গতি। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত ঢেলে সাজানোর টার্গেট নিয়ে কাজ করছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। যদিও চুয়াডাঙ্গা জেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ ঘোষিত হবে তা এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। তবে চলতি মাসে যে ১০টি জেলার নতুন কমিটি ঘোষণা করা হবে, তার মধ্যে চুয়াডাঙ্গা থাকতে পারে।

জানা গেছে,  গত সপ্তাহে নোয়াখালী, খুলনা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে ৭৫ সাংগঠনিক জেলার মধ্যে ৩০টির পুনর্গঠন শেষ হয়েছে। চলতি মাসে আরও ১০টি জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হতে পারে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি গঠনও শেষ পর্যায়ে। পাশাপাশি এই কমিটির অধীনে থাকা ৪৯টি থানা, ১০০টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের কমিটিসহ অঙ্গসংগঠনের দিকেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। শুধু তাই নয়, নতুন কমিটি ঘোষণার পর যেসব এলাকায় নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তা মিটিয়ে ফেলারও উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী মহানগর নেতারা খালেদা জিয়ার উপস্থিতিতে তাদের বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। পুনর্গঠন বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া। সে অনুযায়ী কাজ চলছে। দ্রুতগতিতেই কাজ হচ্ছে।