অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে অপরিবর্তিত ভারত স্কোয়াড

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডই বহাল রেখেছে ভারত। অর্থাৎ ইনজুরির কারণে এবারও দলে সুযোগ পেলেন না ব্যাটসম্যান রোহিত শর্মা, পেসার মোহাম্মদ সামি ও লেগ-স্পিনার অমিত মিশ্র।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। পুনেতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ মার্চ থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় ও শেষ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ ও ২৫ মার্চ। সিরিজের শেষ দুই টেস্টের ভেন্যু রাঁচি ও ধর্মশালা।

ভারত একাদশ (সম্ভাব্য): বিরাট কোহলি (অধিনায়ক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অভিনব মুকুন্দ, করুন নায়ার, হার্দিক পাণ্ডে, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, মুরালি বিজয়, জয়ন্ত যাদব, উমেশ যাদব ও কুলদীপ যাদব।