বাবা-মায়ের যত্ন না নিলে কাটা যাবে বেতন

 

স্টাফ রিপোর্টার: পৃথিবীর সব মা-বাবাই নিজের সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। ছোটবেলা থেকে সন্তানদের মানুষ করা পর্যন্ত অবিরাম চলে বাবা-মায়ের সীমাহীন পরিশ্রম আর আত্মত্যাগ। অথচ প্রায়ই দেখা যায়, সন্তানরা বৃদ্ধ বাবা-মায়ের সাথে ভালো ব্যবহার করে না। বয়স্ক বাবা-মায়ের  সেবা-যত্ন দূরে থাক অনেকে তো বাবা-মায়ের সাথে সব ধরনের সম্পর্কই ছিন্ন করে ফেলে। বৃদ্ধ বয়সে অসহায় বাবা-মাকে তখন অমানবিক জীবন কাটাতে হয়। সন্তানদের এমন নির্মম আচরণ বন্ধে অভিনব এক পদ্ধতি অবলম্বন করেছে আসাম রাজ্য সরকার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এমন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে যেখানে সরকারি কর্মচারী-কর্মকর্তারা তাদের বাবা-মায়ের দেখাশোনা না করলে বেতন থেকে নির্দিষ্ট একটা অংশ কেটে নেয়া হবে। আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা বলেন, বয়স্ক বাবা-মায়ের যত্ন নেয়া প্রত্যেক সন্তানের কর্তব্য। কেউ সেটা না করলে তার বেতন থেকে টাকা কাটা হবে। আর সেই টাকা ব্যয় হবে বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের জন্য।