শিক্ষিত তরুণ প্রজন্মের স্বপ্নের প্লাটফর্ম আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

 

স্টাফ রিপোর্টার: আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার একুশ শতকের উপযোগী দক্ষমানব সম্পদ গড়ে তুলছে। বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল। দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের এ সুযোগকে কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে। গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজে চুয়াডাঙ্গা জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্পের আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সাময়া ইউনুস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, এলআইসিটি প্রোজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট আসাদ-উর রহমান নাইল, ওমেন ইন ডিজিটালের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাহাতারা ফেরদৌসী তুর্না, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আইসিটি ইনচার্জ মনিরুজ্জামান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনলাইন কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বিজয়ী শিক্ষার্থীকে ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন শিক্ষার্থীকে উই মোবাইলের সৌজন্যে একটি করে স্মার্টফোন পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ।