বাছুর কিনতে গিয়ে অজ্ঞানপার্টির খপ্পরে তরুণ কৃষক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগরের শিয়ালমারী পশুহাটে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দামুড়হুদা কোষাঘাটার ইলিয়াস নামের একজন জ্ঞান হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি হাটে হঠাৎ হুঁশ হারান। এ সময় তার পাশে থাকা চাচাতো ভাইসহ গ্রামের কয়েকজন তাকে দ্রুত উদ্ধার করেন। ফলে তার  কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা রক্ষা পেয়েছে বলে সাথে থাকা লোকজন জানিয়েছেন।

জানা গেছে, দামুড়হুদা কোষাঘাটার মৃত কাটু ম-লের ছেলে ইলিয়াস হোসেন (৩৮) তার চাচাতো ভাইসহ কয়েকজনকে সাথে নিয়ে গরুর বাছুর কেনার জন্য গতকাল শিয়ালমারী পশুহাটে যান। বাছুর কেনার জন্য বাড়ি থেকে নিয়ে যান নগদ ৪০ হাজার টাকা। হাটে ঘোরাফেরার এক ফাঁকে তিনি পড়েন অজ্ঞানপার্টির খপ্পরে। ঢুলু ঢুলু হয়ে পড়লে তার পাশে থাকা নিজ গ্রামের লোকজনসহ চাচাতো ভাই দ্রুত গিয়ে প্রথমেই টাকাগুলো রক্ষা করেন। পরে তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশে নেন। সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। জ্ঞান ফেরার পরই জানা যাবে তাকে কিভাবে অজ্ঞান করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা, তাকে অজ্ঞান করা ওষুধ সেবন করিয়েই বেহুঁশ করা হয়ে থাকতে পারে।