জীবননগরে প্রাইড প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলোয়ার নিলাম অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: জীবননগরে প্রাইড প্রিমিয়ার লিগের ২০১৭ সালের ক্রিকেট আসরের খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জীবননগর বাসমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রাইড প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের আয়োজনে এ নিলামের আয়োজন করা হয়।  শাহ আলম শরিফুল ইসলামের সভাপতিত্বে ৬ষ্ঠ আসরে প্রাইড প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলোয়ার নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।

নিলাম অনুষ্ঠানে হাসাদহ ফাজিল মাদরাসার ক্রীড়া বিষয়ক শিক্ষক আমিনুল ইসলাম, সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম, মাজেদুর রহমান লিটন, প্রাইড স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পরিচালক মাসুদ পারভেজ রানা প্রমুখসহ কোচিং সেন্টারের সকল শিক্ষক ছাত্রগণ উপস্থিত ছিলেন। নিলাম অনুষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার ৫ টাকায় নিলামে উঠেছে ক্রিকেটার আলামিন। নিলাম অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইকরামুল হক।

Leave a comment