চুয়াডাঙ্গার সাতগাড়ি ও দিগড়িতে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৌর এলাকার সাতগাড়ি ও দিগড়িতে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এ কাজের উদ্বোধন করেন। পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় ৭নং ওয়ার্ডের সাতগাড়ি হিজরাপাড়া পিচরাস্তা থেকে আশরাফুলের বাড়ি পর্যন্ত এবং দিগড়ির শুকুরের বাড়ি থেকে মামুনের বাড়ি পর্যন্ত এ রাস্তা নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, উপসহকারী প্রকৌশলী আল আমীন কবির, কার্যসহকারী মশিউর রহমান ও সোহেল রানা, জেলা যুবলীগ নেতা জিয়া উদ্দিন, দিপন, তাহের আলী, উজ্জ্বল, শেখ ফরিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু, ছাত্রলীগ নেতা জানিফ, ইমরান, জাহাঙ্গীর এবং সংশ্লিষ্ট কাজের ঠিকাদার। দায়িত্ব গ্রহণের পর হতেই পৌরসভার উন্নয়নমূলক কাজ শুরু করার জন্য উপস্থিত এলাকাবাসী মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ধন্যবাদ জানান। মেয়র পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য নির্দেশ দেন। এলাকাবাসীর মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়, উদ্বোধন শেষে মেয়র, উপস্থিত সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

Leave a comment