অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন মালিঙ্গা

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। গতকাল বৃহস্পতিবার আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের লঙ্কান দল ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে খেলেছিলেন মালিঙ্গা।

হাঁটুর ইনজুরির কারণে পরবর্তীতে তিনি দল থেকে ছিটকে পড়েন। এমনকি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল’ও খেলতে পারেননি। পরে ডেঙ্গুর কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকেও বাদ পড়েন।

এদিকে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দিবেন উপল থারাঙ্গা। হাঁটুর ইনজুরির কারণে ম্যাথুজ বর্তমানে বিশ্রামে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ফর্মের কারণে চতুর্থ ওয়ানডেতে বাদ পড়েছেন দিনেশ চান্ডিমাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তাকে বিবেচনা করা হয়নি। এছাড়া আরো বাদ পড়েছেন সুরাঙ্গা লাকমাল। ডানহাতি ব্যাটসম্যান চামারা কাপুগেদারা দলে ফিরেছেন। গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে তিনি সর্বশেষ দলে ছিলেন। নতুন খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়েছেন পেসার ভিকুম সঞ্জয়। ২৪ বছর বয়সী এ পেসার ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৩টি লিস্ট-এ ম্যাচ ও চারটি টি২০ ম্যাচ খেলেছেন। এ পর্যন্ত ৩৩.৭৮ গড়ে তার প্রথম শ্রেণির উইকেট সংখ্যা ৩৮টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি দলের অংশ ছিলেন। মিডল অর্ডারে নিজেকে প্রমান করা ডাসুন চানাকাও দলের সাথে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। সর্বশেষ তিনি গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে খেলেছিলেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো ১৯ ফেব্রুয়ারি জিলংয়ে ও ২২ ফেব্রুয়ারি এডিলেডে অনুষ্ঠিত হবে।