নয়জনের বার্সার বৈতরণী পার

 

মাথাভাঙ্গা মনিটর: লাল-হলুদ কার্ডের ছড়াছড়ি। লড়াইটাও হলো হাড্ডাহাড্ডি। শুরুতে আধিপত্য দেখালেও প্রথমার্ধেই পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও ন্যুক্যাম্পে জয়খরা ঘোচাতে পারেনি দিয়েগো সিমিওনের দল। তাদের ছিটকে দিয়ে টানা চতুর্থবারের মতো কোপা দেল রের ফাইনালে চলে গেল বার্সেলোনা। সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। দু লেগ মিলিয়ে কাতালান ক্লাবটির জয় ৩-২ ব্যবধানে। অ্যাটলেটিকোর মাঠে ২-১ গোলে জিতেছিলো বার্সেলোনা। হলুদ কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। ফাইনালেও এমনই এক শূন্যতা নিয়ে মাঠে নামতে হবে তাদের। লাল কার্ড পাওয়ায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না লুইস সুয়ারেজ। তিন লাল আর আট হলুদ কার্ডের এই ম্যাচে সুয়ারেজের গোলে প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যায় বার্সেলোনা।