দামুড়হুদায় নবাগতদের বরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর : তোমরাই হবে আগামী দিনের দেশ গড়ার কারিগর

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলেজে চত্বরে কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শফিউল কবির ইউসুফ, নবনির্বচিত সদস্য জাফর আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মমিনপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জোয়ার্দ্দার, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরনবী, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান, কলেজ পরিচালনা কমিটির সদস্য আশরাফুল আলম, ইমতিয়াজ হোসেন, আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমূখ।

প্রভাষক মিল্টন কুমার সাহা ও মারুফা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, দেশকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের সার্বিক উন্নয়নের লক্ষে নানামুখি পদক্ষেপ গ্রহন করে চলেছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে অনার্সকোর্স চালু আছে। আগামিতে মাস্টার্সকোর্স চালুর ব্যবস্থা করা হবে। সেই সাথে সাথে প্রতিষ্ঠানটি জাতীয় করণের প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হবে। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে আরো বলেন উন্নত দেশ গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। দেশকে কিছু দিতে হলে, দেশের জন্য কিছু করতে হলে অব্যশ্যই ভালভাবে লেখাপড়া করতে হবে। তাই সকল শিক্ষার্থীকে গুরুত্বের সাথে লেখাপড়া করতে হবে। কারণ তোমরাই হবে আগামি দিনের দেশ গড়ার কারিগর।