সরোজগঞ্জ বোয়ালিয়ার ৭ বছরের স্কুলছাত্রী মায়া খাতুন অল্পের জন্য রক্ষা পেলো অপহণকারীর হাত থেকে

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের ৭ বছরের স্কুলছাত্রী মায়া খাতুনকে অপহরণ অপচেষ্টার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নে বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে মায়া খাতুন (৭) সে সরোজগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের ওয়ানের ছাত্রী। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মায়া খাতুন স্কুল ছুটি হওয়ার পরে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া গ্রামের রাইচমিলের কাছে পৌঁছুলে এক অপরিচিত লোক মায়াকে ডেকে তার হাতে ১০ টাকার একটি নোট দিয়ে বলে আমি তোমার মামা হয়। তুমি আমার সাথে চলো তোমাকে আরো মজাদার চকলেট মিষ্টি কিনে দেবো। এই বলে অপরিচিত লোকটি মায়াকে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে এদিক ওদিকে নিয়ে ঘুরে বেড়াতে দেখেছে গ্রামের কিছু লোক। মায়া তার কাছে স্কুলের বই থাকায় বইগুলো তার এক মামার বাড়িতে রাখতে যায়। মায়া বই রাখার কারণে তার মামা জিজ্ঞাসা করে বই রেখে কোথায় যাচ্ছ। মায়া বলে মামা আমার একটি লোক বলে আমি তোমার মামা হয়। তাই বলে আমাকে ১০ টাকা দিয়ে বলল আমার সাথে চলো আরো অনেক কিছু তোমাকে কিনে দেবো। এই বলে মায়ার মামা বাড়ি থেকে দেখতে যায় সেই অপরিচিত লোকটিকে। তখন অপহরণকারী ওখান থেকে দ্রুত সটকে পড়ে।