দামুড়হুদার দুর্গাপুর জামে মসজিদের ইমাম আব্দুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ

 

মোস্তাফিজ কচি: দামুড়হুদার দুর্গাপুর জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। গ্রামবাসী অভিযোগ করে বলেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুুন্সিপুর গ্রামের কলিম উদ্দিন ছেলে কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল (বিএ) মাদরাসার ফাজিলের ছাত্র আব্দুর রহমান প্রায় চার বছর ধরে কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর জামে মসজিদে ইমামতি করছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সুদ ব্যবসা, ইন্সুরেন্সে চাকরি করা, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের  জন্য জুম্মার দিনে দোয়া পরিচালনা এবং এলাকার খারাপ প্রকৃতির লোকজনের সাথে মেলামেশা করছেন। এতে একদিকে মসজিদের ইমামদের সুনাম ক্ষুণœ হচ্ছে। অন্যদিকে ক্ষুণœ হচ্ছে মসজিদের মর্যাদা। ইমামকে নিয়ে চলছে নানান গুঞ্জন। ইমাম আব্দুর রহমান এলাকায় যুবকদের সাথে নিয়ে মসজিদের ভেতরে রাজনৈতিক আলোচনায় ব্যস্ত থাকে। এ বিষয়ে জামে মসজিদের সেক্রেটারি আব্দুল জলিল জানান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এসব কাজ থেকে বিরতি থাকার জন্য বলা হলেও তিনি কোনো কর্নপাত করছেন না। এ সব কাজ থেকে সরে না এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।