দামুড়হুদার শিবনগর বটতলী বিলের অফিসঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জনের নামে মামলা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার শিবনগর ডিসি ইকোপার্ক সংলগ্ন বটতলীর বিলের অফিসঘর ভাঙচুর ও  অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তালসারি মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি বোয়ালমারীর আনিছুর রহমান আনিছ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ওই মামলা দায়ের করেছেন।

এজেহার নামীয় আসামিরা হলেন- উপজেলার খলিসাগাড়ি গ্রামের মৃত সায়েম আলীর ছেলে সুজাত আলী (৪২), একই গ্রামের লোকমানের ছেলে মেন্তা (৪৫), ইজারুলের ছেলে কালু (২৫), বশিরের ছেলে সাইফুল (২৭), আরশাদের ছেলে নূর আলম (২৬), হরিরামপুরের মৃত সরগতের ছেলে এপি (৪০), একই গ্রামের আব্দুলের ছেলে তারেক (২৭), মৃত নূর আলীর ছেলে আজিল (৪৫), শওকতের ছেলে ফটিক (২৮) এবং  ইয়াছিন আলীর ছেলে কামাল (৩৮)।

মামলায় বলা হয়েছে, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খলিসাগাড়ির সুজাতের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন দুর্বৃত্ত দা, হেঁসো, লাঠি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিলে প্রবেশ করার পর জোর পূর্বক মাছ ধরার চেষ্টা করে। বিলের পাহারাদার আখেরসহ অন্যরা বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা তাদের ধাওয়া করে। এ সময় পাহারাদারা প্রাণভয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা বিলের অফিসঘর ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। দুর্বৃত্তরা পাহারাদারদের প্রাণনাশেরও হুমকি দেয়।

এদিকে শিবনগর বটতলী বিলের অফিসঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাসূত্রে জানা গেছে। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, বিলে হামলার ঘটনা সাথে জড়িতদের চিহিৃত পূর্বক দ্রুত গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।