সিরিজ হেরে বিপাকে অস্ট্রেলিয়া

HAMILTON, NEW ZEALAND - FEBRUARY 05: Travis Head of Australia reacts after being dismissed by Trent Boult of New Zealand during game three of the One Day International series between New Zealand and Australia at Seddon Park on February 5, 2017 in Hamilton, New Zealand. (Photo by Anthony Au-Yeung/Getty Images)

 

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের কাছে চ্যাপেল-হ্যাডলি তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে রেটিং পয়েন্ট হারিয়ে ওয়ানডে র‌্যাংকিং নিয়ে বিপাকে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ হারে শীর্ষস্থান হারানোর দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সাথে তাদের রেটিং এখন সমান ১১৮। তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থেকে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দু ম্যাচ জিতে গেলেই এককভাবে শীর্ষস্থান দখলে নিবে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ রেটিং বেড়েছে নিউজিল্যান্ডের। ফলে ভারতকে টপকে র‌্যাংকিং তালিকায় তৃতীয়স্থানে উঠে এসেছে কিউইরা। ১১২ রেটিং নিয়ে চতুর্থস্থানে নেমে গেছে ভারত। ৯১ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ।