দিন শেষে ১৩৩ রানে এগিয়ে বাংলাদেশ

 

মাথাভাঙ্গা মনিটর: ভারত সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের বিপক্ষে প্রথম দিন শেষে ১৩৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২২৪ রানের জবাবে দিন শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ৯১ রান। ভারতের পক্ষে ৪০ রানে অপরাজিত আছেন পিকে পঞ্চাল। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছে শুভাশিষ রয়। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দু ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। দলীয় ২২ রানে ভারত ‘এ’ দলের চামা মিলিন্দের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। অন্যদিকে দলীয় ৪৪ রানে আনিকেত চৌধুরীর বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম।

হায়দ্রাবাদের জিমখানা স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি ম্যাচে আউট হওয়ার আগে ইমরুল কায়েস করেন ৪ রান। অন্যদিকে দায়িত্বশীল একটি ইনিংস খেলার আশা জাগিয়েও ব্যক্তিগত ১৩ রানে বোল্ড আউট হন তামিম ইকবাল। তবে ওয়ান ডাউনে নেমে ইনিংসের হাল ধরেন সৌম্য সরকার। ৭৩ বলে ৫২ রান করে বিদায় নেন তিনি। তার ইনিংসে ছিলো ৯টি চার ও একটি ছক্কা। এছাড়া অধিনায়ক মুশফিক করেন ৫৮ রান। তার ইনিংসে ছিলো ৮চি চার ও একটি ছক্কা।

শেষ দিকে সাব্বির রহমানের ৩৩ ও লিটন দাসের অপরাজিত ২৩ রানের সুবাদে ২২৪ রান করে বাংলাদেশ। হাতে দু উইকেট রেখেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুশফিক।