স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি চিকিৎসার উদ্দেশে ভারতে যাচ্ছেন। আগামীকাল সোমবার তিনি ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন। সূত্র বলেছে, ভারতের চেন্নাইয়ে মাজার ব্যথার চিকিৎসা করা হবে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গত মাসের প্রথম দিকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় অবস্থানকালে উচ্চরক্তচাপজনিত রোগে আক্রান্ত হলে ভর্তি করা হয় মেডিকা স্পেশালাইজড হাসপাতালে। দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পরদিন হোটেলে ফেরেন। ডিহাইড্রেশনে আক্রান্ত হলে তাকে পুনরায় একই হাসপাতালে নেয়া হয়। ডিহাইড্রেশন থেকে সুস্থ হয়ে উঠলেও মাজায় ব্যথা তীব্রতর হয়ে ওঠে। চিকিৎসক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। দেশে ফেরেন। জাতীয় সংসদ ভবনের হুইপ লেনের বরাদ্দকৃত বাসায় তিনি পূর্ণ বিশ্রামে ছিলেন। জাতীয় সংসদের চিফ হুইপসহ অনেকেই বাসায় হাজির হয়ে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। গতপরশু কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির সাথে দেখা করেন।
সূত্র বলেছে, মাজার ব্যথার চিকিৎসার জন্যই তিনি ভারতের উদ্দেশে আগামীকাল সোমবার রওনা হবেন। অপরদিকে তার দ্রুত সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক ও সামাজিক বিভিন্ন সংগঠন দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রেখেছে।