চুয়াডাঙ্গা ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

 

রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরানোর সময় উত্তেজনা

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে মুক্তিপাড়া সাতভাই পুকুরপাড়া থেকে চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। রাত ১০টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ সময় রাজুকে রাজুর লোকজন হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার জন্য বলেন, পক্ষান্তরে পুলিশ প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা কাস্টডিতে নিতে গেলে হাসপাতালে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা মুক্তিপাড়া ইমাজের্ন্সিপাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে রাজু আহম্মেদের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া শনিবার সাতভাইপুকুরপাড়ে একই এলাকার রজবকে মারধর করে। এ বিষয়েও মামলার প্রস্তুতি চলছে। অবশ্য রাজু আহম্মেদের পিতা বলেছেন, কলেজ ছাত্রলীগের সাবেক স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ তার দু সহকর্মী টুটুল ও বাবুকে সাথে নিয়ে মুক্তিপাড়া সাতভাই পুকুরের দিকে যাচ্ছিলো। এ সময় রজবের সাথে মোমনের মারামারি হচ্ছে দেখে থামাতে গেলে ওরা ধরে রাজুকে পুলিশে দেয়।

রাজু আহম্মেদ পূর্বে এক হামলায় একটি চোখ হারিয়েছে। শরীরে রয়েছে বেশ কিছু আঘাতের দাগ। পুলিশ বলেছে, গতকাল প্রকাশ্যেই একজনের ওপর হামলা চালাতে গেলে তাদের সহযোগিতায় রাজুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাখা হয় সদর থানা কাস্টডিতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়। রাত সাড়ে ৯টার দিকে অসুস্থতার কারণে তাকে নেয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তাকে থানায় নিতে গেলে হাসপাতালে রাজুর কিছু লোকজন বাধা দিতে থাকেন। তারা বলেন, হাসপাতালে রেখেই রাজুকে চিকিৎসা দিতে হবে। পুলিশের তরফে বলা হয়, হাসপাতালে রাখতে হবে কি হবে না তা চিকিৎসক জানাবেন। চিকিৎসক জানালে নিশ্চয় হাসপাতালে রাখতাম। হাসপাতালে রাখার মতো রোগী যেহেতু রাজু নয়, সেহেতু থানা কাস্টডিতেই নেয়া হচ্ছে।

গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত রজব বাদী হয়ে রাজুর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া নিচ্ছিলো।

Leave a comment