বিকট আওয়াজে কেঁপে উঠলো আন্দুলবাড়িয়া এলাকা : সন্দেহে রহস্যময় সেই আলোচিত গভীর কূপ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: গত বুধবার দিনগত রাত সাড়ে ১১টা। বিকট আওয়াজে কেঁপে উঠলো জীবননগরের আন্দুলবাড়িয়া এলাকা। চারিদিকে কুকুরের ঘেও ঘেও শব্দ, আর মানুষের মাঝে পিনপতন নীরাবতা। জনমনে আতঙ্ক। আওয়াজটা কীসের? জনমনে প্রশ্ন। বোমা, গুলি না মোটরগাড়ির টায়ার বাস্ট। কান পেতে অনুসন্ধান। না, রাতে শেষ পর্যন্ত মিললো না তথ্য। গতকাল সকালে এ আওয়াজ নিয়ে বিভিন্ন মহলে নানা গুজ্ঞন। মেলেনি তথ্য। তবে কি শব্দের উৎপত্তিস্থল আন্দুলবাড়িয়ার পুইশাল মাঠের সেই আলোচিত গভীর কূপ।

স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলছেন, রাতে কে বা কারা আবারো সেই রহস্যময় কূপটি খনন করেছে। উৎসুক খননকারীরা গুপ্তধন উদ্ধারে না রহস্য উদঘটনে রাতে ফের ৪-৫ ফুট খোঁড়াখুড়ি করে বের করেছে কুয়া। পাশে পড়ে রয়েছে কুয়ারপাট ও কলার মোচা আকৃতির পোড়ামাটির তৈরি বস্তু। গতকাল এলাকায় বিষয়টি আলোচিত হয়ে উঠলে কূপটি দেখার জন্য দিনভর কৌতুহলী নারী, পুরুষ ভিড় করেন। স্থানীয় জনতা রাতে ফের কূপটির খনন করার রহস্য নিয়ে নানা আলোচনা ও সমলোচনায় মত্ত হয়ে পড়ে। কী পেয়েছে অজ্ঞাত খননকারীরা? প্রথমদিন কূপটি খনন করতে গিয়ে এরকমই উতপত্তি ঘটেছিলো বিকট আওয়াজের। গত বুধবার রাতেও কি ফের খনন করতে গিয়ে সেই কূপ থেকে উতপত্তি ঘটেছিলো কি বিকট আওয়াজের? জনমনে এ প্রশ্ন, তবে মেলেনি কোনো তথ্য।