জীবননগর রায়পুরে যৌতুকের দাবিতে বউ-শাশুড়িকে নির্যাতন : পুলিশি অভিযানে জামাই রফিকুল গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: দাবিকৃত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় জীবননগর উপজেলার রায়পুরে স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে। গতকাল বৃহস্পতিবার শাহাপুর ফাঁড়ি পুলিশের এএসআই ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি জামাই রফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে। আজ শুক্রবার তাকে জীবননগর থানায় সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ফেরদৌসিকে (২০) মারপিট করাকালে ঠেকাতে এগিয়ে এলে শাশুড়ি রোজিনা খাতুনকে (৩৯) বেধড়কভাবে পিটিয়ে আহত করা হয়। তিনি বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শাশুড়ি রোজিনা খাতুন বাদী হয়ে জামাতা রফিকুল ইসলাম ও বেয়াই ওয়াজেদ আলী খাঁকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দি পূর্ব মাঠপাড়ায় বুধবার বিকেলে এ মারপিটের ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দি পূর্ব মাঠপাড়ার ওয়াজেদ আলী খাঁর ছেলে রফিকুল ইসলামের সাথে একই পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌসির বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুক লোভী রফিকুল কয়েক দফায় আড়াই লাখ টাকা, দুটি খাট ও একটি গরুসহ আসবাবপত্র শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে আদায় করেন। এর পরও তার যৌতুকের দাবি অব্যাহত থাকায় একপর্যায়ে স্ত্রী ফেরদৌসি তাকে গত বছরের নভেম্বরে তালাক দেন। যৌতুকলোভি স্বামী রফিকুল নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে সমাজপতিদের ধরে ফেরদৌসিকে ডিসেম্বরে পুনরায় দ্বিতীয় বিয়ে করেণ। এ বিয়ের কিছুদিনের মধ্যে আবার ২ লাখ টাকা যৌতুক দাবি করেন রফিকুল। দাবিকৃত টাকা না এনে দেয়াতে স্ত্রী ফেরদৌসিকে ধরে মারপিট করতে থাকে। খবর পেয়ে শাশুড়ি রোজিনা খাতুন মেয়েকে মারপিটের হাত থেকে বাঁচাতে ছুটে এলে রফিকুল ও তার পিতা ওয়াজেদ খাঁ তাকে বেদম প্রহার করে মারাত্মক আহত করে। আহত স্ত্রী ফেরদৌসি ও শাশুড়ি রোজিনাকে উদ্ধার করে রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জামাই রফিকুল ইসলাম ও বেয়াই ওয়াজেদ খাঁকে আসামি করে রোজিনা খাতুন জীবননগর থানায় একটি এজাহার দায়ের করেছেন।