চুয়াডাঙ্গা সরকারি ভি.জে উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি ভি.জে উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। দিনব্যাপী ৬৪ ইভেন্টের প্রতিযোগিতা শেষে দুপুর ১টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, নুর-ই-আলম মোর্শেদা, প্রদীপন বিদ্যাপীঠের সাবেক অধ্যক্ষ একেএম মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস।

এদিকে গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ। দিনব্যাপী ৪০ ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিনু, মনোয়ারুল ইসলাম মানু, সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ওয়ালীউল্লাহ সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা আফসার আলী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। সহকারী শিক্ষক একরামুল হক সোহেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শফিউল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রহমান, জাকির হোসেন ও জিয়াউর রহমান।