গাংনী প্রতিনিধি: এলাকাবাসী ও ভিক্ষুকদের পারস্পারিক সহযোগিতার আহ্বানের মধ্যদিয়ে মেহেরপুর গাংনীর কাথুলী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথুলী ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সুন্নাত আলী ও ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুর রশিদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ভিক্ষা একটি অসম্মানজনক পেশা। ভিক্ষুকদের সম্মান ফেরাতে সমাজের সকলের দায়িত্ব রয়েছে। সরকারের একার পক্ষে তাদের পুনর্বাসন করা সম্ভব নয়। তাই ভিক্ষুকরা যদি পেশা বদলের বিষয়ে আন্তরিক হন এবং এলাকার মানুষের সহযোগিতা থাকলে ভিক্ষুকমুক্ত হবে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে কাথুলী ইউনিয়নের ২৭ জন ভিক্ষুককে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। এছাড়াও এর আগে ৯ ভিক্ষুককে ছাগল প্রদান করা হয় বলে জানান চেয়ারম্যান মিজানুর রহমান রানা।