আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলা কালিদাসপুর ইউনিয়নের মুনাকসা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে উজ্জ্বল (৩০) দীর্ঘদিন ধরে গাঁজাসেবন ও বিক্রি করে আসছিলো। সে গাঁজা সেবন করে রাতের আঁধারে মানুষের ঘরে প্রবেশ করতো। তার অত্যাচারে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিলো। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুনাকসা বাগানের মধ্যে থেকে উজ্জ্বলকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উজ্জ্বলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।