কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হুদা বিশ্বাসের ইন্তেকাল : রাষ্ট্রীয় সম্মান প্রদানের সময় এমপি আলী আজগার টগর

 

কুড়ুলগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হুদা বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহে………..রাজেউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের বড়বলদিয়া বুইচিতলা দাখিল মাদরাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হলে তিনি সেখানেই মারা যান। তিনি ওই মাদরাসার সভাপতি ছিলেন। হুদা বিশ্বাস কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলার বিশ্বাসপাড়ার মৃত মতলেব বিশ্বাসের ছেলে। গতকাল বিকেল ৫টার দিকে মৃত হুদা বিশ্বাসের নিজ বাড়িতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশের উপস্থিতিতে হুদা বিশ্বাসের লাশে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মদনা-পারকৃঞ্চপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. ইনামুল করিম ইনু, মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, দামুড়হুদা ওদুদ শাহ কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিব, আ.লীগ নেতা সরোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষজন। মৃত্যুকালে হুদা বিশ্বাসের বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৫ মেয়ে, ১ ছেলে নাতি-নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১০টার দিকে বুইচিতলা কবরস্থানে অসংখ্য মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, মরহুম হুদা বিশ্বাস ১৯৬৫ সালে তৎকালীন কার্পাসডাঙ্গা জুনিয়র হাইস্কুলে আইএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর বিদ্যালয় থেকে ২০০২ সালে তিনি অবসরে যান। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।