শুরুতেই চিকিৎসা নিলে স্তন ও জরায়ু ক্যান্সার রোধ করা সম্ভব

জীবননগরে নারীদের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতাসভায় বক্তারা

 

জীবননগর ব্যুরো: নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে জীবননগর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে জনসচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ক্যান্সার অ্যাওয়ারনেন্স প্রোগ্রাম ফর ওমেন ক্যাপ এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্তি জেলা ম্যাজেস্ট্রেট দেব প্রসাদ পাল।

সভায় বক্তরা বলেন, শুরুতেই নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার শনাক্ত করা গেলে তা প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন সকলের সচেতন হওয়া। বক্তারা বলেন, লজ্জা না করে চিকিৎসকের স্মরণাপন্ন হলে অকালে ঝরে পড়া থেকে প্রাণ রক্ষা করা সম্ভব। প্রধান অতিথি এডিএম দেব প্রসাদ পাল বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের নারীরাও স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যানে দেখা গেছে, আমাদের দেশে প্রতি বছর প্রায় ৫০ হাজার নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে ৩০ হাজার অকালে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন। তাই আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল বলেন, কেউ এই রোগে আক্রান্ত হলে লজ্জা না করে দ্রুত চিকিৎসকের সেবা নিতে হবে। আর যদি লজ্জা করে কাউকে না জানানো হয়, তাহলে ধীরে ধীরে এই রোগ ভয়ানক হয়ে শরীরে বাসা বাধবে। আর তখন হাজারো চেষ্টা করেও হয়তো ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব হবে না। ডা. হেলেন আক্তার নিপা বলেন, সুর্যের হাসি স্বাস্থ্য ক্লিনিকে স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা করানো যায়। জরায়ু মুখ ক্যান্সার লক্ষণ হিসেবে জরায়ু মুখে আচিলা মতো কিছু হলে প্রাথমিকভাবে বুঝতে হবে এটা জরায়ু মুখ ক্যান্সার লক্ষণ এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্যাপের ব্যবস্থাপনা পরিচালক মুসা করিম রিপন সেমিনারে জানান, নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার ৪টি ধাপে হয়ে থাকে। প্রথম না হলেও দ্বিতীয় ধাপে শনাক্ত করা গেলে তা প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন সকলের সচেতন হওয়া।