দামুড়হুদায় ভ্রাম্যমায় আদালতে ৩ গাঁজাসেবনকারীর কারাদণ্ড

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় তিন গাঁজাসেবনকারীর ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ার জমসের আলীর ছেলে এরশাদ আলী (৩০), বুজরুক গড়গড়ির হবির ছেলে লালু (৩৫) এবং কুষ্টিয়া মিরপুরের বিল্লালের ছেলে মইনুদ্দিন (২৭) গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার দর্শনা হল্টস্টেশন সংলগ্ন টাউয়ারের নিচে গাঁজাসেবন করছিলো। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বিষয়টি গোপনসূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজাসেবন করা অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদেরকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ৩ গাঁজাসেবনকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম।