সরোজগঞ্জ প্রতিনিধি: বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতা ও বরের ১ মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র এ রায় ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের ফিরোজ আলীর মেয়ে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাথী খাতুন (১৪) একই ইউনিয়নের জলিবিলা গ্রামের সামসুল আলমের ছেলে আক্তার হোসেন (২২) বিয়ে হচ্ছে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হককে জানান। চুয়াডাঙ্গা সদর থানা অফিসারে নির্দেশে কুতুবপুর ফাঁড়ি পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের পিতা ও বরকে আটক করে ফাঁড়িতে নেয়। সন্ধ্যায় সদর ইউএনও মৃনাল কান্তি দে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা ও বাল্যবিয়ের অপরাধে বরকে ১ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।