দৌলতপুরে বিদ্যালয়ে হামলা শিক্ষকসহ আহত ৫

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে এক শিক্ষকসহ ৫ ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ নয়ন নামের একজন হামলাকারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, নয়ন ও তার সহযোগীরা হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে নবম শ্রেণির ছাত্র রনির ওপর হামলা চালায়। এ সময় শিক্ষকরা প্রতিবাদ করলে তারা বেপরোয়াভাবে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এতে শিক্ষক মাজহারুল ইসলাম (৪০), ছাত্র রনি (১৪), জয় (১৫) রাব্বানীসহ (১২) ৫ জন আহত হয়। এদের মধ্যে শিক্ষক মাজহারুল ইসলামকে গুরুত্বর অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।