আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বালিকা ও হারদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হারদী মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠানের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দিন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্দা সোয়েব আহমেদ, ইব্রাহিম বিশ্বাস, আসিয়া খাতুন ও আওয়ামী লীগ নেতা আব্দুর রঊফ শিলু। উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন কালু বিশ্বাস, একরামুল হক, কিয়াম উদ্দিন, আব্দুল কুদ্দুস, ফজলুল হক, কোরবান আলী, শহিদুল ইসলাম, ওজিফু খাতুন, জাহানারা খাতুন, আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।
অপরদিকে হারদী মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, পিটিএ সভাপতি তাজমুল হাসান তাজ, অভিভাবক সাইফুর রহমান, আবু তৈয়ব, আবু বক্কর মেম্বার, আসাদুজ্জামান টিটো, টগর আলী। সিনিয়র শিক্ষক শহিদুল্লাহ খান খোকনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নজরুল ইসলাম মিনু, আব্দুল মালেক, ইদ্রিস আলী, আক্তারুজ্জামান, রেজাউল হক, মহিদুল হক, নাজনীন বেগম, নাজমুন্নাহার, রুশিয়া খাতুন প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কাকলী খাতুন, মাসুদুর রহমান ও লিংকন। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ছাত্র হামিম। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে হার্ডবোড, কলমসহ বিভিন্ন উপকরণ তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও ছাত্র-ছাত্রীরা মনজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও নাটিকা উপস্থাপন করেন।

Leave a comment