মুজিবগরের সোনাপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের মাঠ থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। রুপচাঁদ সোনাপুর গ্রামের ফকির ঘরামির ছেলে।

বিজিবি ও স্থানীয়সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের ১০৬-১০৭ নম্বর মেন পিলার এলাকার মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন রুপচাঁদ। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত বাংলাদেশিকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, বিএসএফ হৃদয়পুর ক্যাম্পে পতাকা বৈঠকের চিঠি প্রেরণ করা হয়েছে। পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করা হবে।