চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে দামুড়হুদা ও জীবননগর উপজেলায় শীতার্ত হতদরিদ্রদের মাঝে ৪০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দামুড়হুদার জেলা পরিষদের ডাকবাংলা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় এবং আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস ওয়ারা সুন্না, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ইউনিট অফিসার সাঈদ মোহাম্মদ শামীম রহমান ও রেডক্রিসেন্টের যুব প্রধান উবাইদুল ইসলাম তুহিনসহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment