আওয়ামী লীগ নেতা হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ-জাসদের পাল্টা পাল্টি মামলা

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় জাসদ নেতাকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। এর পরে জাসদ নেতার বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় আওয়মীলীগ নেতাকে আসামী করে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (১৫ জানুয়ারি) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় মামলাটি দায়ের করেন মিরপুর উপজেলা জাসদের সহসভাপতি আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের স্ত্রী হামিদা খাতুন ডলি। মামলায় মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে গত রোববার সকালে আওয়ামীলীগ কর্মী লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে জাসদ নেতা মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এর কয়েক ঘণ্টা পরেই আওয়ামী লীগ নেতাকে আসামি করে পাল্টা মামলা দায়ের করলেন ওই মামলার আসামির স্ত্রী। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার স্ত্রী হামিদা খাতুন ডলি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আমবাড়িয়া ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে। টুটুল ছাড়াও এজাহারে আরো ২৮ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া লুৎফর রহমান সাবুকে উপজেলার আমবাড়িয়া গোরস্তনের সামনে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ওই খুনের ঘটনার সাথে সাথেই উপজেলা জাসদের সহসভাপতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধরা।