ইবিতে প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধনকালে

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেছেন, সারা পৃথিবীতে ক্রিকেটের স্বর্ণযুগ চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ও এর থেকে পিছিয়ে নেই। অত্যন্ত গুরুত্বের সাথে ক্রিকেট চর্চা করে চলেছে আমাদের খেলোয়াড়রা। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব ব্যাপক। একজন খেলোয়াড় দেশের রাষ্ট্রদূতের সমান কাজ করতে পারে। আমাদের দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রদূতের সমান কাজ করে চলেছে। বিশেষ করে ক্রিকেটারদের মাধ্যমে আমাদের দেশ বিশ্ববুকে ব্যাপক পরিচিতি পেয়েছে। তিনি বলেন, আজকের এই আয়োজনের মধ্যদিয়ে নতুন যাত্রা, নতুন মাত্রা যুক্ত হলো। এ আয়োজনে উৎসাহিত হয়ে অন্যান্য বিভাগ নতুন-পুরাতনের সমন্বয়ে এধরণের আয়োজন করবে এই প্রত্যাশা করি। গতকাল (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুুর রহমান এসব কথা বলেন।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. সেলিনা নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন ও প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত স্বার্থকতার সাথে কর্মজীবন অতিবাহিত করছে। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বিভাগের নতুন-পুরাতন শিক্ষার্থীদের যে মিলন-মেলা ঘটেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই সম্পর্ক ও বন্ধন সব সময় অটুট থাকবে এই প্রত্যাশা করি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসাইন। ২০ ওভারের এই প্রীতি ক্রিকেট ম্যাচ ১০৮ রানে ড্র হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করে সাবেক শিক্ষার্থীরা। তারা ২০ ওভারে ১০৮ রান করে। জবাবে বর্তমান শিক্ষার্থীরাও ২০ ওভারে ১০৮ রান করে। ম্যাচে সর্বোচ্চ ৪১ রান করে সাবেক শিক্ষার্থী অজুন। খেলা পরিচালনা করেন কুষ্টিয়া থেকে আগত আম্পায়ার মোস্তাফিজুর রহমান সবুজ ও ঝিনাইদহ থেকে আগত খন্দকার রোকন উদ্দিন। খেলা শেষে দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।