আবারো বাংলাদেশের মেয়েদের হার

স্টাফ রিপোর্টার: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারো হারের মুখ দেখলেন বাংলাদেশের নারী ক্রিকেট দল। শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হারের ব্যবধান ১৭ রান। ২২৪ রানের লক্ষ্য রেখে ২০৬ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে বাংলাদেশের শুরু তেমনটা ভালো হয়নি। ১২ ওভারের মধ্যে মাত্র ৪৩ রান জমা করতেই সাজঘরে ফেরেন সানজিদা ইসলাম ও ফারজানা হক। তবে প্রথমের এই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক রুমানা ও শারমিন। তৃতীয় উইকেটে তারা গড়েছিলেন ১২৭ রানের জুটি। কিন্তু খেলার ৪৩তম ওভারে ৬৮ রান করে ফিরে যান রুমানা। পরের ওভারে সর্বোচ্চ ৭৪ রান করে সাজঘরে পেরেন শারমিন। শেষপর্যায়ে বাংলাদেশকে পড়তে হয় ব্যাটিং বিপর্যয়ে। শেষ ছয় ওভারে হারাতে হয় আরো ৪টি উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২২৩ রান জমা করেছিলেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা। লিজলি লি খেলেছেন ৫৭ বলে ৭০ রানের ইনিংস। ৬৬ রান এসছে আন্দ্রে স্টেইনের ব্যাট থেকে।