৬ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে মিয়ানমার

স্টাফ রিপোর্টার: দুই মাস আগে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া ৬ বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার। কক্সবাজারের টেকনাফের বাসিন্দা ওই ৬ জনকে ফেরত পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সারতে তাদেরকে ইমিগ্রেশন বিভাগের হস্তান্তর করা হয়েছে গতকাল শুক্রবার দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে ৯ নভেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিনের ৬ জেলেকে নৌকাসহ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে যায়।

এরা হলেন- নৌকাটির মাঝি আব্দুল হামিদ ও  ফজল আহমদ, মোহাম্মদ হাশিম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ হোসাইন ও রশিদ উল্লাহ। তাদের বাড়ি সেন্টমার্টিনে। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিবরণীতে বলা হয়, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ৯ নভেম্বর গ্রেফতারের পর থেকে তারা বুথিডাউং কারাগারে দণ্ডভোগ করছিলেন। ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা অনুসারে তারা রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। তাদেরকে বুথিডাউং টাউনশিপ ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগের কাছে হস্তান্তরও করা হয়েছে বলে বিবরণীতে বলা হয়।

Leave a comment