আলমডাঙ্গা জামজামির যমুনায় সড়কের গাছ চুরির হিড়িক

 

দিবালোকে চুরি করে গাছকেটে পুলিশি ধাওয়ায় ফেলে পলায়ন

স্টাফ রিপোটার: আলমডাঙ্গা জামজামির যমুনায় সড়কের  গাছগুলো দিনে-রাতে দূর্বৃত্তচক্রের হাতে লোপাট হতে চলেছে।  চোরচক্রের অব্যাহত চুরির ধারাবাহিতায় গতকাল সড়কে ১টি মূল্যবান গাছ করাত কাটা করে দূর্বৃত্তচক্র। স্থানীয় ফাঁড়ি পুলিশ টের পেয়ে তাৎক্ষণিক সড়কে পৌঁছুলে চোরাই গাছটি ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তচক্র। সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশের ওসির নির্দেশে পুলিশ চোরাই গাছটি জব্দ করে।

জানা গেছে, আলমডাঙ্গা জামজামি বাজার সড়ক নির্মাণের পর পরই  সড়ক ও জনপথ বিভাগের আওতায় দু ধারে রোপণ করা হয় ফলদ ও বনজ বৃক্ষরাজি। গাছগুলো দিনে দিনে বেড়ে ওঠে যেমন পরিণত হয়েছে মূল্যবান সরকারি সম্পদে। তেমনি ডালপালা বিছায়ে গ্রীষ্মের খরতাপ থেকে পথচারীদের শীতল ছায়ার পরশে দিচ্ছে প্রশান্তি আর দৃষ্টিনন্দন অনুভূতি। অথচ মূল্যবান গাছগুলোর ওপর দূর্বৃত্তচক্রের পড়েছে হায়েনা দৃষ্টি। রাতে ছিনতাইকারীচক্র ও দিনে চোরচক্র গাছগুলো কেঁটে করছে সাবাড়।

আলমডাঙ্গার থানার ওসি মো. আকরাম হোসেন জানান, তিনি খবর পান সোহাগপুর গ্রামের মাহবুর গং জনৈক ইউপি মেম্বার নাসিরুদ্দিনের যোগসাজশে গ্রামের সদ্য মৃত লাঠু সর্দ্দারের মউতখানার টাকা যোগাতে যমুনায় সড়কের গাছচুরি করে কাঁটছে। এ খবরের ভিত্তিতে জামজামি ফাঁড়ি পুলিশের আইসি এসআই বাবুল ও টুআইসি জুপিটার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে কর্তনকৃত গাছ ফেলে ওই গং পালিয়ে যায়। ফাঁড়ি পুলিশ কর্তনকৃত কড়ই গাছটি জব্দ করে। পুলিশ সূত্র বলেছে গাছটির মূল্য আনুমানিক ২০/২৫ হাজার টাকা।

Leave a comment