আমগাছ থেকে লাশ উদ্ধার : মৃত্যুরহস্য উন্মোচনে ময়নাতদন্ত

 

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার এনায়েতপুরে মধ্যবয়সী নারীর রহস্যজনক মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পল্লি এনায়েতপুর পশ্চিমপাড়ায় মধ্যবয়সী নারী সাহেরা খাতুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রহস্য উন্মোচনে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। গতরাতে মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে রাখা ছিলো। আজ শনিবার ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে দাফন কাজ সম্পন্ন করা হতে পারে।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর পশ্চিমপাড়ার রবিউল হকের স্ত্রী সাহেরা খাতুন ৪ সন্তানের মা। বড় ছেলে রমজান ও তার স্ত্রী মুন্নি খাতুন পৃথকভাবে সংসার করলেও সাহেরা খাতুন তার স্বামীসহ অন্য সন্তানদের সাথে নিয়ে টানাটানির সংসার চালিয়ে আসছিলেন। বড় ছেলের স্ত্রী মুন্নির সাথে তেল নিয়ে মতবিরোধ দেখা দেয়। গতপরশু বৃহস্পতিবার ঝগড়াও হয়। গতকাল শুক্রবার বাড়ির নিকটস্থ আমগাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও প্রতিবেশীদের মধ্যে নানামুখি গুঞ্জন ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রণয়নের সময় সন্দেহ দানা বাধে। মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচনে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পুলিশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নেয়া হয়। গতকালই ময়নাতদন্তের প্রক্রিয়া করা হবে। তবে তা হয়নি। আজ শনিবার ময়নাতদন্ত করা হতে পারে।