জীবননগরের উথলী ও রায়পুর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা : নগদ টাকাসহ চাল ছাগল ও কম্বল বিতরণ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলাকে ভিক্ষুকমুক্তকরণের লক্ষ্যে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার উথলী ও রায়পুর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। এ সময় ভিক্ষুকদের মাঝে নগদ টাকাসহ চাল, ছাগল, ভিজিডি, ভিজিএফ, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড এবং শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে একটি করে কম্বল দেয়া হয়। খুলনা অতিরিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের হাতে ২টি করে ছাগলসহ উপরোক্ত মালামাল তুলে দেন। ভিক্ষুক পুনর্বাসনকালে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, মনোহরপুর ইউপির প্রশাসক উপজেলা পল্লি জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, কেডিকে ইউপি প্রশাসক উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খানসহ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ দিন এ দুটি ইউনিয়নের ভিক্ষুকদের হাতে দুটি করে ছাগল, নগদ ৫শ টাকা, ভিজিএফ’র কার্ড ও একটি করে কম্বল তুলে দেয়া হয়। এসব ভিক্ষুক প্রতিমাসে ৩০ কেজি হারে ভিজিএফ’র চালসহ চিকিৎসা সহায়তা পাবে বলে জানা গেছে।