চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে হেরোইন ও ফেনসিডিলসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর জেলার বাজিতপুর সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বর্ডারপাড়া থেকে একই গ্রামের সামছুল মোল্লার ছেলে ফিরোজ আলীকে (২৫) আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৩ গ্রাম হেরোইন ও ১ বোতল ফেনসিডিল। পরে ফিরোজকে মালামালসহ আসামিকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে রাত ১টার দিকে ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল দল দামুড়হুদা উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মাঠ থেকে ২৩০ বোতল, রাত দেড়টার দিকে সুলতানপুর বিওপির টহল দল একই উপজেলার ঝাঁজাডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৯২ বোতল, রাত ২টার দিকে নিমতলা বিওপির টহল দল একই উপজেলার শিংনগর গ্রামের নদীর পাড় থেকে ৬৭ বোতল এবং রাত ২টার দিকে দর্শনা বিওপির টহল দল একই উপজেলার জয়নগর গ্রামের মাঠ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।