স্টাফ রিপোর্টার: গাড়িচাপায় প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গুরুতর আহতের ঘটনায় অভিনেতা কল্যাণ কোড়াইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, কল্যাণকে কলাবাগান থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা করেছেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়িচাপায় গুরুতর আহত হন জিয়া। এ সময় ওই প্রাইভেটকার পালিয়ে যায়। পরে সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।