চুয়াডাঙ্গায় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনের কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হয়েছে। কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প (ব্র্যান্ডিং) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, জেলা পরিষদ সচিব লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল। সকাল সাড়ে ১১টায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, দারিদ্র বিমোচন ইত্যাদি বিষয়ে সরকারের সফলতা উপস্থাপন করে স্ব স্ব বিভাগ। দুপুর ১২টায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হা ডু ডু, বৌচিসহ বিভিন্ন ধরণের ঐতিহাসিক খেলা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্নয়ন মেলা ও বিষয় ভিত্তিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও ফেন্ডস ক্লাব, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। সন্ধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ অনুষ্ঠিত হবে মেলার সমাপনী।