জীবননগরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে ৮৬ শিশু হাসপাতালে ভর্তি

 

জীবননগর ব্যুরো: মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিশু ও বৃদ্ধরা। গত এক সপ্তাহের ব্যবধানে গতকাল সোমবার পর্যন্ত এ উপজেলায় নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮৬ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। হঠাৎ শীতজনিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাসপাতালটিতে তিল ধারণের ঠাঁই নেই। তীব্র শীতের মধ্যে শিশু ও বৃদ্ধদের হাসপাতালের মেঝেতে বেড পেতে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন জানান, তার ৭ মাসের শিশু সন্তান সুমাইয়া খাতুন ডায়ারিয়ায় আক্রান্ত হলে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, এই সময়টাতে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ার প্রাদুুর্ভাব দেখা দেয়। গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ১৫ জন শিশু ও বৃদ্ধ নিউমোনিয়া এবং কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তিনি বলেন, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। উল্লেখিত রোগের চিকিৎসাসেবা দিতে কোনো সমস্যা হচ্ছে না।