চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ফুলকপি বিক্রি না হওয়ায় বিপাকে কৃষক

ভুক্তভোগী কৃষকেরা জানান, ফুলকপি বেশি দিন জমিতে রাখা যায় না। তা জমিতে ফুটে যাচ্ছে। তারা ফুলকপি তুলে বাজারে নিয়ে এলেও বিক্রি করে সে খরচই উঠছে না। প্রতিবছর শীত মরসুমে বৃষ্টির হলে ফুলকপি নষ্ট হয়ে যায়। এবার বৃষ্টির দেখা মেলেনি। তাই একই সময় এলাকার সব জমির ফুলকপি বাজারে ওঠায় তা বিকাচ্ছে না। ১ মণ ফুলকপি তুলে বাজারে আনতে ভ্যান ভাড়াসহ ১শ থেকে ১২০ টাকা খরচ। বাজারে পাইকারি ক্রেতারা কিনছেন ২শ টাকায়। তারা আরও জানান, অন্য ফসলের মতো ফুলকপি গাছে রাখা যায় না। গাছে রাখলে ফুটে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। একদিকে বাজারে বিক্রি হচ্ছে না, তার ওপর ফুটে যাওয়ার ভয়ে তুলতে হচ্ছে ফুলকপি। এতে সরোজগঞ্জ এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়ছে। এভাবে চলতে থাকলে আগামীতে ফুলকপি চাষে আগ্রহ হারাবে বলে জানান তারা।