স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন সরকার গঠনের পর নির্বাচন কমিশন গঠনসহ তিন প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। প্রস্তাবগুলো হচ্ছে নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে সংবিধান সংশোধন করে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন, ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত পৃথক সচিবালয়, নির্বাচন কমিশন গঠনে আইনি পদক্ষেপ গ্রহণ। গতকাল শনিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল এ প্রস্তাব দেয়।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, জেএসডির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার আহ্বানে ইসি গঠনে স্থায়ী ব্যবস্থা হিসেবে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জেএসডি। জেএসডি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেছে, গণতন্ত্রের জন্য সংলাপ এবং অবাধ রাজনৈতিক অধিকার ও জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।
জেএসডির সভাপতি আ.স.ম আবদুর রবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরান, সহ-সভাপতি দবির উদ্দিন জোয়ার্দার, অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার, সহ-সভাপতি তানিয়া ফেরদৌসী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সাংগঠনিক সম্পাদক এসএম আনসার উদ্দিন।
বেঠক শেষে আ.স.ম আবদুর রব সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছি। পাঁচ মিনিটে বাকশাল পাস হয়েছিল এ আইন করতে বেশি সময় লাগবে না।