চুয়াডাঙ্গায় রেলগেটে পাতাল বা উড়াল সেতুর দাবিতে গণজমায়েত ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রেলগেটে পাতাল বা উড়াল সেতুর দাবিতে গণজমায়েত ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলার সিরাজুল ইসলাম মনি, বিশিষ্ট রাজনীতিবিদ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক পরিচালক জাহিদুল ইসলাম, রেলবাজার দোকান মালিক সমিতির সদস্য মুকুল হোসেন, চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ মওলানা মো. সাইফুল্লাহ, শিক্ষক আতিয়ার রহমান, সাংবাদিক রিচার্ড রহমান, উদীচীর সহসভাপতি শাহীন সুলতানা মিলী, সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের আহ্বায়ক শাহেদ জামাল প্রমুখ। সঞ্চালক ছিলেন যুব নেতা মিলন কুমার অধিকারী।

এ সময় বক্তারা বলেন, সারাদেশের রেলক্রসিংগুলো ক্রমশ বিপজ্জনক আর বিড়ম্বনাময় হয়ে উঠেছে। ১৮৬২ সালে যখন শিয়ালদাহ থেকে পোড়াদাহ রেলপথ হয় তখন চুয়াডাঙ্গা রেলক্রসিং নিশ্চয় ছিলো। কিন্তু কী ক্রস করত? কিছু ঘোড়া আর গরুর গাড়ি ছাড়া। তবু তখন বিদেশী শাসকগোষ্ঠি বা রেল কোম্পানি মানুষের দুর্ভোগের কথা ভেবে রেলক্রসিংয়ের পাশে আন্ডার পাস করেছিলো। বর্তমানে ১৫০ বছরে রেলগাড়ির সংখ্যা বেড়েছে। মানুষের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহন। কিন্তু রেলক্রসিঙে উন্নত ব্যবস্থা তো হয়নি বরং আন্ডার পাস বেদখল হয়ে গেছে। এতে দুর্ভোগ আগের থেকে বেড়েছে। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট  রেল, পৌরসভা, জেলা প্রশাসনসহ বিভিন্ন কর্তৃপক্ষসমূহ সমস্যার দ্রুত সমাধান করবে বলেও আশাবাদী বক্তারা।