চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীদের তালিকার গেজেট প্রকাশিত হয়েছে। গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে চুয়াডাঙ্গা জেলাসহ দেশের ৫০টি জেলা পরিষদে নির্বাচিতদের নামের তালিকার গেজেট প্রকাশিত হয়।
প্রকাশিত গেজেটের তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষিত শেখ সামসুল আবেদীন, পিতা মৃত খেলাফত হোসেন, গ্রাম- বাবুপাড়া, আলমডাঙ্গা। সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচিত ঘোষিতদের তালিকা নিম্নরুপ: সংরক্ষিত ওয়ার্ড ১- নূরুন নাহার, পিতা নুরুল ইসলাম, সবুজপাড়া, চুয়াডাঙ্গা সদর। সংরক্ষিত ওয়ার্ড নং ২-হাসিনা খাতুন, স্বামী শাহাজান ম-ল, বোয়ালিয়া, সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা। সংরক্ষিত ওয়ার্ড নং ৩-কাজল রেখা, স্বামী জসীম উদ্দীন, বগাদী, আলমডাঙ্গা। সংরক্ষিত ওয়ার্ড নং-৪ তানিয়া বেগম, স্বামী জিয়ারুল রহমান, গ্রাম হাতিভাঙ্গা, দামুড়হুদা। সংরক্ষিত ওয়ার্ড নং ৫- মিতা খাতুন, স্বামী সোহরাব উদ্দীন, গ্রাম আলীপুর, জীবননগর।
সাধারণ ওয়ার্ডে নির্বাচিত ঘোষিত সদস্যদের নামের তালিকা: ওয়ার্ড নং ১- শহিদুল ইসলাম, পিতা বাহাদুর আলী সর্দার, গ্রাম মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা সদর। ওয়ার্ড নং ২-মাফলুকাতুর রহমান, পিতা আব্দুল মান্নান, নীলমণিগঞ্জ, চুয়াডাঙ্গা সদর। ওয়ার্ড নং ৪ মাহবুবুর রহমান মোল্লা, পিতা মৃত হাবিবুর রহমান, শম্ভুনগর, সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা। ওয়ার্ড নং ৫- আবু মুসা, পিতা মৃত বেলাল হোসেন, এরশাদপুর, আলমডাঙ্গা। ওয়ার্ড নং ৬- তপন কুমার বিশ্বাস, পিতা মৃত সুবোল চন্দ্র বিশ্বাস, মধুপুর, আলমডাঙ্গা। ওয়ার্ড নং ৭- খলিলুর রহমান, পিতা আকবর আলী, কৃষ্ণপুর, আলমডাঙ্গা। ওয়ার্ড নং ৮- আশাবুল হক, পিতা সিদ্দিকুর রহমান, বড়বোয়ালিয়া, আলমডাঙ্গা। ওয়ার্ড নং ৯- রকিবুল হাসান, পিতা মৃত জসিম উদ্দীন, গ্রাম শালিকা, আলমডাঙ্গা। ওয়ার্ড নং ১০ সিরাজুল ইসলাম, পিতা আব্দুল ওয়াহেদ, সাড়াবাড়িয়া, দামুড়হুদা। ওয়ার্ড নং ১১- শফিউল কবীর, পিতা মৃত জুর জিহার, দশমী, দামুড়হুদা। ওয়ার্ড নং ১২- জাফর আলী, পিতা মৃত বরকত আলী, ভগিরথপুর, দামুড়হুদা। ওয়ার্ড নং ১৩ মুসাবুল ইসলাম লিটন, পিতা আব্দুল মালেক মোল্লা, গঙ্গাদাসপুর, জীবননগর। ওয়ার্ড নং ১৪- শফিকুল আলম, পিতা মৃত আজিজুল হক, হাসাদাহ, জীবননগর। ওয়ার্ড নং-৩ ও ওয়ার্ড নং ১৫ তালিকায় কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়, শেরেবাংলা নগর ঢাকা কর্তৃক বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ৫ জানুয়ারি বৃহস্পতিবার ফরম ড {জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৪৩ দ্রষ্টব্য}
উল্লেখ্য, তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় ২৮ ডিসেম্বর জেলা পরিষদে প্রথম ভোট অনুষ্ঠিত হয়। প্রতি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার বিভাগ নির্বাচিতদের শপথ আয়োজনে ব্যবস্থা নেবে। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান, নির্বাচিতদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।